Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Handover of child with autism to family through reintegration process
Image
Attachments

অটিজমের শিকার শিশুটিকে ৫.৯.২৪ তারিখ সন্ধ্যায় বরিশাল রূপাতলী বাসস্ট্যান্ডের কাছে দোকানের সামনে ঘোরাঘুরি করতে দেখে সমাজকর্মী রাকিব প্রবেশন অফিসার শ্যামল সেন গুপ্তকে ফোন দেন। তার পরামর্শে রাত্রিকালীন সাময়িক অবস্থানের ব্যবস্থা করে পরদিন সকালে স্থানীয় বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়। কিন্তু বিভিন্ন উপায়ে চেষ্টা করে তার ঠিকানার সন্ধান না পেয়ে সংশ্লিস্ট পরিচালকের আগ্রহে তাকে চাপাইনবাবগঞ্জে অটিজম আক্রান্ত শিশুদের একটি বেসরকারি কেন্দ্রে প্রেরণ করা হয়। পুন:একীকরণ কার্যক্রমে কেন্দ্রটির সুনাম রয়েছে। কিছুদিন পর ফেসবুকের মাধ্যমে নারায়নগঞ্জে শিশুটির পরিবারের  সন্ধান পাওয়া যায়। কেন্দ্রের পরিচালক প্রবেশন অফিসার শ্যামল সেন গুপ্তকে বিষয়টি জানিয়ে ফোন দেন। অবশেষে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। জানা যায়, বরিশালে বেড়াতে এসে পরিবার শিশুটিকে হারিয়ে ফেলে।